টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
মে ৩, ২০২৩, ০৫:৩১ পিএম
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
মে ৩, ২০২৩, ০৫:৩১ পিএম
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কৃষকের ধান কেটে দিয়েছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হক ও সাধারণ সম্পাদক লিংকন মোল্লার নেতৃত্বে উপজেলার পাটগাতীর কাকুইবুনিয়া গ্রামের এক কৃষকের ধান কেটে দেয় তারা।
এ সময় উপজেলার ৫ ইউনিয়ন ও পৌরসভা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কৃষক দীপক বিশ্বাস বলেন, জমিতে ধান পেকে গেছে। কয়েকদিন ধরে কাটার জন্য শ্রমিক খুঁজছিলাম। এ অবস্থায় ছাত্রলীগের ভাইয়েরা ধান কেটে ঘরে তুলে দিলেন। তারা ধান কেটে দেয়ায় আমার খুব উপকার হয়েছে। আমি উপজেলা ছাত্রলীগকে ধন্যবাদ জানাই।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিংকন মোল্লা বলেন, বর্তমানে আমাদের উপজেলায় ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। এ দিকটা বিবেচনা করে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এ উপজেলার ৫টি ইউনিয়নে আমরা আলাদা আলাদা টিম করেছি। এই টিম দরিদ্র ও বরগাচাষীদের বিনা পারিশ্রমিকে ধান কেটে দিবে।
এআরএস