Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

রবীন্দ্র-নজরুলের জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা প্রতিনিধি

মে ৩, ২০২৩, ০৫:৪৪ পিএম


রবীন্দ্র-নজরুলের জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা

আগামী ৮মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম এবং ২৫মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বুধবার গাইবান্ধা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক মো. অলিউর রহমানের সভাপতিত্বে প্রস্তুতিমূলক আলোচনা সভায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো। 

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, অধ্যক্ষ মাজহার-উল-মান্নান, প্রফেসর একেএম শফিকুর রহমান, অধ্যাপক জহুরুল কাইয়ুম, আলমগীর কবির বাদল, বীর মুক্তিযোদ্ধা ওয়াশিকার মো. ইকবাল মাজু, দেবাশীষ দাশ দেবু, প্রমতোষ সাহা, শাহ মশিউর রহমান, গৌতমাষিশ গুহ সরকার, দৈনিক আমার সংবাদের গাইবান্ধা জেলা প্রতিনিধি সুমন মন্ডল, উত্তম সরকার, জেলা কালচারাল অফিসার আলমগীর কবির, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, কবি সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।  

এইচআর

 

Link copied!