Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কেরানীগঞ্জে কৃষকের ধান কেটে দিলো কৃষক লীগের নেতাকর্মীরা

কেরানীগঞ্জ প্রতিনিধি:

কেরানীগঞ্জ প্রতিনিধি:

মে ৩, ২০২৩, ০৬:৫৭ পিএম


কেরানীগঞ্জে কৃষকের ধান কেটে দিলো  কৃষক লীগের নেতাকর্মীরা

ঢাকার কেরানীগঞ্জের কেরানীগঞ্জের কৃষক নুরুল ইসলামের ত্রিশ শতক ক্ষেতের পাকা ইরি ধান কেটে দিলো কেরানীগঞ্জ মডেল থানা কৃষক লীগের নেতা কর্মীরা। 

বুধবার (৩ মে) সকালে কেরানীগঞ্জ মডেল থানা কৃষক লীগের আহবায়ক ইয়াকুব আলী মিন্টুর নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী রোহিতপুর ইউনিয়নের সোনাকান্দা গ্রামের ওই কৃষকের জমির ধান কেটে দেন।  ধান কেটে দেওয়ার খুশি কৃষক ও স্থানীয়রা।

কেরানীগঞ্জ মডেল থানা কৃষক লীগের আহবায়ক ইয়াকুব আলী মিন্টু  জানান, ‘যেকোন প্রাকৃতিক দুর্যোগে কৃষক লীগের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে ছিলো। প্রধানমন্ত্রীর নির্দেশে তারা অসহায় মানুষের ধান কেটে দিচ্ছেন। আগামীতেও মানুষের পাশে থেকে মানুষের সেবা করে যাবে কৃষক লীগ।’

এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা কৃষক লীগের সহসভাপতি শারমিন হোসেন লিপি, কৃষক লীগ নেতা সিরাজুল ইসলাম রাজ, জহিরুল ইসলাম, বেলাল হোসেনসহ অনেকে।

আরএস
 

Link copied!