Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

দৌলতপুরে অগ্নিদগ্ধ আরও এক যুবকের মৃত্যু

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

মে ৪, ২০২৩, ০২:৩২ পিএম


দৌলতপুরে অগ্নিদগ্ধ আরও এক যুবকের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে রাস্তার জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে অগ্নিদগ্ধ ফারুক মন্ডল (২৫) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার সকাল পৌনে ৮টায় ঢাকা হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ফারুক মন্ডল চিলমারী গ্রামের মৃত দিনু মন্ডলের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান। 

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল কুষ্টিয়ার দৌলতপুরে রাস্তার জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২৫ জন আহত ও অগ্নিদগ্ধ হয়েছিল। 

দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান বলেন, ফারুক মন্ডল ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মারা যান। 

এর আগে রোববার দুপুরে নবির মন্ডলের ছেলে দিনু মন্ডল (৭০) এবং একই এলাকার তোফাজ্জেল মন্ডলের ছেলে আকতার মন্ডল (৩৫) চিকিৎসাধীন অবস্থায়  ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মারা গেছেন। 

এ নিয়ে ওই অগ্নিকান্ডের ঘটনায় মৃতের সংখ্যা তিনে দাঁড়াল।

এইচআর

 

Link copied!