Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নদীতে পড়ে নিখোঁজের ১০ ঘন্টা পর জীবিত উদ্ধার

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

মে ৪, ২০২৩, ০৪:৫১ পিএম


নদীতে পড়ে নিখোঁজের ১০ ঘন্টা পর জীবিত উদ্ধার

লঞ্চ থেকে পড়ে নিখোঁজের ১০ ঘণ্টা পর জহুরা বেগম (৩৮) নামে এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ মে) বেলা ১ টার দিকে নৌ পুলিশের উপ-পরিদর্শক মো. নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, শরীয়তপুরের গোসাইরহাট পট্টির লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এম ভি ঈগল-৩ লঞ্চ থেকে গতকাল বুধবার রাত সাড়ে ১১টার সময় নদীতে পড়ে নিখোঁজ হন জহুরা বেগম। নিখোঁজের ১০ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় তাকে জীবিত উদ্ধার করেছে নৌ পুলিশ ও কোস্টগার্ড।

জহুরা বেগম তার স্বামী জহিরুলের সঙ্গে গোসাইরহাটের কুচাইপট্টিতে বেড়াতে এসেছিলেন। তারা নারায়ণগঞ্জে বসবাস করেন।

শরীয়তপুরের সখিপুর থানার নরসিংদীপুর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. নাজমুল ইসলাম বলেন, আমরা জানতে পারি গোসাইরহাট থেকে ছেড়ে আসা লঞ্চ থেকে একটি নারী নদীতে পড়ে যায়, পরে নৌ পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে লঞ্চ থেকে পড়ে যাওয়া নারীকে একটি চরে আটকে থাকা অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক তাকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হসপিটালে রেফার করা হয়।

নৌ পুলিশের জিজ্ঞাসাবাদে জহুরা বেগম জানিয়েছেন, তিনি পানের সঙ্গে সুপারি-জর্দা বেশি খাওয়ার কারণে মাথা ঘুরে নদীতে পড়ে যান। তিনি পড়ে যাওয়ার সময় তার স্বামী জহিরুল ও সন্তান ঘুমিয়ে ছিলেন।

এআরএস

Link copied!