Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

দাঁড়িয়ে থাকা কার্ভাড ভ্যানে পিকআপের ধাক্কা, চালক নিহত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

মে ৪, ২০২৩, ০৭:১৬ পিএম


দাঁড়িয়ে থাকা কার্ভাড ভ্যানে পিকআপের ধাক্কা, চালক নিহত

ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা কার্ভাড ভ্যানের সঙ্গে পিকআপের ধাক্কা লেগে পিকআপ চালক ইমরান হোসেন (২৮) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪মে) সকাল ৮টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আমতলী এলাকার কোকাকোলা কোম্পানীর গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার সকালে ঢাকাগামী একটি পিকআপ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কার্ভাড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় পিকাপের সামনের অংশ ধুমড়ে মুচড়ে গেলে ড্রাইভার ইমরান হোসেন ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ভালুকা ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতের লাশ উদ্ধার করে ভরাডোবা হাইওয়ে পুলিশের কাছে লাশ হস্তান্তর করে। নিহত ইমরান হোসেন নারায়নগঞ্জ জেলার সদর উপজেলার হালিরটেক গ্রামের আব্দুল মতিন মিয়ার ছেলে। 

ভরাডোবা হাইওয়ে থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, ধারণা করা যাচ্ছে চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এআরএস

Link copied!