Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫,

ধর্ষণ মামলায় ডাক্তার আটক

যশোর প্রতিনিধি

যশোর প্রতিনিধি

মে ৪, ২০২৩, ০৭:৪৭ পিএম


ধর্ষণ মামলায় ডাক্তার আটক

যশোরে ধর্ষণের অভিযোগে সুদীপ্ত হাসান দ্বীপ (২৮) নামে একজন এমবিবিএস ডাক্তারকে আটক করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক ছাত্রী থানায় অভিযোগ করার পর অভিযুক্ত এমবিএস ডাক্তারকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানার পুলিশ।

বৃহস্পতিবার (৪ মে) কোতোয়ালি থানার এসআই শরিফ আল মামুন তাকে শহরের জেল রোড থেকে আটক করেন।

আটক সুদীপ্ত হাসান দ্বীপ যশোর শহরের পুরাতন কসবা ঢাকা রোড এলাকার তৈবুর রহমানের ছেলে।

ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী থানায় অভিযোগে উল্লেখ করেছেন, ২০১৭ সালে ফেসবুকের মাধ্যমে তার সঙ্গে পরিচয় ঘটে। পরিচয়ের সূত্র ধরে বন্ধুত্ব, প্রেম ও এক পর্যায়ে সুদীপ্ত শারীরিক সম্পর্কে গড়ে তুলতে বাধ্য করে সুদীপ্ত।

যশোর শহরে ও সিলেটসহ বিভিন্ন জায়গায় নিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন মিলনে বাধ্য করেছেন। তবে একাধিকবার তাকে বিয়ের কথা বলা হলে নানা তালবাহনা করে আসছেন। আমি কোন উপায় না পেয়ে থানায় অভিযোগ করতে বাধ্য হয়েছি।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ তাজুল ইসলাম বলেন-এ ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে । মামলা নং- ১৪ তারিখ ৪/৫/২৩। আসামিকে আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো  হয়েছে। ভিকটিমকে মেডিকেল করানোর জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এআরএস

Link copied!