Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

গণধোলাইয়ে ডাকাত নিহতের ঘটনায় স্ত্রীর মামলা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

মে ৫, ২০২৩, ০৪:০৯ পিএম


গণধোলাইয়ে ডাকাত নিহতের ঘটনায় স্ত্রীর মামলা

গাজীপুরের শ্রীপুরে গ্রামবাসীর গণধোলাইয়ে সুলতান ডাকাত (৫৫) নিহতের ঘটনায় ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫/৭ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছে নিহতের স্ত্রী রীনা।

বৃহস্পতিবার (৪ মে) দিবাগত রাতে তিনি ওই মামলা দায়ের করেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।  

মামলায় আসামীরা হলেন শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের বেড়াবাড়ী (পশ্চিম পাড়া) গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে মোশারফ হোসেন (৫০), দানিস (৪৬) এবং সোহেল (৪০)।  

গণপিটুনীতে নিহত সুলতান উদ্দিন পাশের কাপাসিয়া উপজেলার সূর্য নারায়নপুর (নতুন বাজার) গ্রামের মৃত হাসু মুন্সির ছেলে। সে শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের গজারিয়া গ্রামের শ^শুর বাড়িতে স্ত্রীকে নিয়ে বসবাস করতেন।  

আসামী মোশারফ হোসেনের বড় বোন ফুল মেহের (৫০) জানান, ডাকাত দলের সাথে থাকা শহীদুল্লাহর কাছে এই এলাকার কোন এক ব্যাক্তির টাকা-পয়সার লেনদেন ছিল। ওই টাকা তার ছোট ভাই মোশারফ উঠিয়ে দিবে বলে কথা দেয়। ডাকাতদের কাছ থেকে কাটার, প্লাস, লোহার পাইপ এবং সুলতানের একটি মোবাইল পাওয়া গেছে। এগুলো পুলিশ জব্দ করে নিয়ে গেছে।

নিহতের স্ত্রী মামলার বাদী রীনা জানান, বৃহস্পতিবার (৪ মে) রাত সাড়ে ৮ টার দিকে তার স্বামী সুলতান উদ্দিনকে গজারিয়া গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে মো. হিরণ মোবাইল ফোনে ডেকে নেয়। পরে সকালে পাশের গোসিঙ্গা ইউনিয়নের বেড়াবাড়ী (পশ্চিম পাড়া) গ্রামে তাকে পিটিয়ে হত্যার খবর পেয়ে আমি থানায় গিয়ে লাশ শনাক্ত করি। তার স্বামী ইট-বালু (সাপ্লায়ার) ব্যবসা করতেন।

মৃত রমিজ উদ্দিনের ছেলে মোশারফ হোসেন (৪৫) জানান, রাত আনুমানকি দেড়টার দিকে ৪-৫ জনের একদল ডাকাত বাড়িতে প্রবেশ করে। এসময় ডাকাতেরা তার ছোট ভাই দানিছের ঘরের দরজার শিকল বাহির থেকে আটকিয়ে দেয়। শব্দ পেয়ে বাহিরে কে জিজ্ঞাসা করলে ডাকাতেরা তার বড় ভাইক বলে তুই ঘর থেকে বের হবে না। তোকে হত্যা করতে আসছি। পরে এলাকাবাসী ডাকাত সুলতানকে আটক করে গণধোলাই দিলে তার মৃত্যু হয়।

এইচআর

 

 

Link copied!