Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ভালুকায় অটো ভ্যান চোর চক্রের ৪ সদস্য আটক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

মে ৫, ২০২৩, ০৫:৩৬ পিএম


ভালুকায় অটো ভ্যান চোর চক্রের ৪ সদস্য আটক

ময়মনসিংহের ভালুকায় অটো ভ্যান ছিনতাই চক্রের মহিলা সদস্যসহ ৪ জনকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। 

আটককৃতরা হলেন, ময়মনসিংহের মুক্তাগাছা রসুলপুর এলাকার মুজিবরের মেয়ে বিথী আক্তার (৩০), ভালুকা উপজেলার গোয়ারী টেক পাড়া এলাকার আব্দুল বাতেনের ছেলে রফিকুল ইসলাম (৩৫), হালুয়াঘাট উপজেলার মোহাম্মদ আলীর ছেলে আল-আমীন (৩৫) এবং গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার দেওয়ানের চালা এলাকার নজর আলী শেখের ছেলে শামসুল আলম শেখ (৪৫)।

বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি এলাকা থেকে ভালুকা মডেল থানার এস.আই রেজাউল করিম ও এস.আই সামিউল তাদের আটক করেন। 

পুলিশ জানায়, দিনের পর দিন অভিনব কায়দায় চক্রটি অটো ভ্যান চুরি করে যন্ত্রাংশ আলাদা করে বিক্রি করতো। চক্রটির মহিলা সদস্য প্রথমে কৌশলে যাত্রী সেজে অটো নিয়ে পৌছায় একটি বাসায়। সেখানে ছদ্মবেশে অবস্থান নেয় চক্রের আরেক সদস্য। 

মালামাল আনার কথা বলে চালককে নিয়ে মহিলা বাসায় ঢুকতেই কৌশলে অটোরিকশা নিয়ে পালিয়ে যেতো পূর্ব থেকে অবস্থান নেওয়া ওই সদস্য। 

ভালুকা মডেল থানার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, চুরি হওয়া অটোর যন্ত্রাংশ কেটে বিক্রির সময় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। শুক্রবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। 

এইচআর

Link copied!