Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আখাউড়ায় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত

আখাউড়া প্রতিনিধি

আখাউড়া প্রতিনিধি

মে ৬, ২০২৩, ১২:৪৬ পিএম


আখাউড়ায় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে খায়রুল ইসলাম (৩৫) নামে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার রাত ৮টায় উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর গ্রামে এ ঘটনা ঘটে। 

আহত খায়রুলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। তিনি আখাউড়া থানার কনস্টেবল।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, গোপন খবরের ভিত্তিতে থানার এসআই জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল শিবনগর গ্রামের চিহ্নিত মাদক কারবারী সেলিম মিয়ার বাড়িতে মাদক উদ্ধার অভিযানে যায়। 

এ সময় সেলিম পুলিশ সদস্যদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। সেলিম কনস্টেবল খায়রুলের পেটে ও মাথায় ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

আহত খায়রুলকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। মাদক কারবারী সেলিমকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।

এইচআর

Link copied!