Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

লালমনিরহাটে ফেন্সিডিলসহ আটক ১

হাতিবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

হাতিবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

মে ৮, ২০২৩, ০৪:৩৫ পিএম


লালমনিরহাটে ফেন্সিডিলসহ আটক ১

লালমনিরহাটের হাতিবান্ধায় ফেনসিডিলসহ এক জনকে আটক করেছে র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২, নীলফামারী।

সোমবার (৮ মে) রাতে র‌্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২, নীলফামারীর একটি আভিযানিক দল লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন পূর্ব সারডুবী মোজাম্মেল হোসেন আহমেদ উচ্চ বিদ্যালয়ের মাঠে শহীদ মিনারের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৪ (চৌত্রিশ) বোতল ফেন্সিডিল জব্দসহ মো. মিজানুর রহমান(২৭) কে আটক করেন।

আটককৃতের বাড়ী লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার পশ্চিম সারডুবী মিলন বাজার গ্রামের মো. আক্তার হোসেনের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। 

আসামীর বিরুদ্ধে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে।

এইচআর
 

Link copied!