Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, গুলিবিদ্ধ ৩ শিশু

মো. মাসুম বিল্লাহ

মে ৮, ২০২৩, ০৫:৩৯ পিএম


রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, গুলিবিদ্ধ ৩ শিশু

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে তিন রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়েছে।

সোমবার (৮ মে) দুপুর ২টার দিকে বালুখালী ক্যাম্প-০৮/ওয়েস্টে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। গুলিবিদ্ধরা হলো- ওমর ফারুক, জসিম ও কলিমুল্লা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ঘন্টাব্যাপী চলা গোলাগুলিতে তিন শিশু গুলিবিদ্ধ হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও এপিবিএনের টিম অবস্থান করছে। বিস্তারিত পরে জানানো হবে।

আরএস

Link copied!