Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪,

বিরামপুরে আম গাছে ঝুলছে চাষিদের স্বপ্ন

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

মে ৮, ২০২৩, ০৬:৩৫ পিএম


বিরামপুরে আম গাছে ঝুলছে চাষিদের স্বপ্ন

দিনাজপুর বিরামপুরে আম গাছে ঝুলছে চাষিদের স্বপ্ন উপজেলার বাগানগুলোর গাছে গাছে চাষিদের স্বপ্নগুলো ঝুলে আছে। আবহাওয়া ভালো থাকলে এবছর আম বিক্রি করে লাভবান হওয়ার আশায় অপেক্ষার প্রহর গুনছেন আম চাষিরা।

উপজেলার বিভিন্ন বাগান ঘুরে দেখা যায়, আম বাগানগুলোর গাছে গাছে ব্যাপক পরিমানে আম ঝুলছে। এই উপজেলার চাষিরা বিভিন্ন ধরনের আমের চাষ করেছেন। 

তার মধ্যে রয়েছে গোপাল ভোগ, সূর্যপুরী, আমরুপালী, ল্যাংড়া, আসিনিয়া, ছাতাপড়া, ফজলী, চিনি ফজলী, সুরমাই, মসরকর্তি, মিশ্রি ভোগ সহ নানান জাতের আম রয়েছে। অন্যান্য আমের তুলনায় প্রায় ৭৫ ভাগ আম্রপালির চাষ হয়েছে। পোকার কিছুটা আক্রমন থাকলেও গাছের কোনো রোগবালই নেই। 

গত বছর আমের বাজারদর ভালো থাকায় চাষিরা এবছর আরো বেশি পরিমানে চাষ করেছেন। এবছরও আমের বাম্পার ফলন ও ভালো বাজারদর পেয়ে লাভের স্বপ্ন দেখছেন উপজেলার চাষিরা।

উপজেলার আম-চাষীরা জানায়, আমরা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী বাগানে বালাইনাশক ব্যবহার করেছি। এছাড়াও গাছের বাড়তি যত্ন নেওয়া হয়েছে। আগামী দুই এক সপ্তাহের মধ্যেই আম পাকতে দেখা যাবে।

চাষিরা আরও জানান,এবছর  প্রাকৃতিক দূর্যোগ না হওয়ায় আমারে বাম্পার ফলন হয়েছে। আশা করছি আমের দাম ও ভালো পাওয়া যাবে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদুল ইসলাম ইলিয়াস বলেন, চলতি মৌসুমে বিরামপুর উপজেলায়  ১১৪ হেক্টর জমিতে আমের চাষ করা হয়েছে। যা গত বছরের তুলনায় বেশি। আর এবছর হেক্টর প্রতি আমের ১৪ মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

এইচআর

Link copied!