Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

শেরপুরে ৩৩ হাজার মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা

শেরপুর প্রতিনিধি

শেরপুর প্রতিনিধি

মে ৮, ২০২৩, ০৬:৩৮ পিএম


শেরপুরে ৩৩ হাজার মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা

শেরপুর জেলায় চলতি বোরো সংগ্রহ মৌসুমে ৩৩ হাজার ১৮৮ মেট্রিকটন বোরো ধান ও চাল সংগ্রহ করবে জেলা খাদ্য বিভাগ। এর মধ্যে ৪৪ টাকা কেজি দরে ২৪ হাজার ৭০৩ মেট্রিকটন সিদ্ধ চাল ও ৩০ টাকা কেজি দরে ৮ হাজার ৪৮৫ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে।

চাল সংগ্রহ করা হবে ৭৭টি হাস্কিং এবং ২১টি অটোমিলসহ মোট ৯৮টি চালের মিল থেকে চাল এবং কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা হবে।

তবে বিগত বছরগুলোতে যেসব চাল মিল চাল সরবরাহ করেনি এ বছর তাদের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে না। গত রোববার খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ধান চাল সংগ্রহ উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, খাদ্য সচিব ইসমাইল হোসেন, জেলা প্রশাসক সাহেলা আক্তার, পুলিশ সুপার মো. কামরুজ্জামান জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তাদিরুল ইসলাম, জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুকল্প দাস, জেলা খাদ্য নিয়ন্ত্রক এসএম তাহসিনুল হক, জেলা মিল মালিক সমিতির সভাপতি প্রকৌশলী আশরাফুল আলম সেলিম, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি শরিফুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন প্রমুখ।

এইচআর

 

Link copied!