Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

‘কৃষক সমাজ আবারও প্রধানমন্ত্রীকে নির্বাচিত করবে’

মো. মাসুম বিল্লাহ

মে ৯, ২০২৩, ১২:৩৬ পিএম


‘কৃষক সমাজ আবারও প্রধানমন্ত্রীকে নির্বাচিত করবে’

মঙ্গলবার (৯ মে) সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ফেনী জেলা কৃষক লীগের উদ্যোগে দাউদপুর উপজেলার লালপুর ইউনিয়নের কৃষক টিটু চন্দ্র দাসসহ মোট ১৫ জন কৃষকের ৪০ একর জমির পাঁকা ধান আধুনিক কৃষিযন্ত্র কমবাইন্ড হারভেস্টারের মাধ্যমে কেটে গোলায় তুলে দেয়া কর্মসূচির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।

ফেনী জেলা কৃষক লীগের সভাপতি এবিএম সেলিম ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম গিটার এর তত্ত্বাবধানে স্বেচ্ছায় ধান কাটা কর্মসূচি পালিত হয়।

কৃষক টিটু চন্দ্র দাসসহ মোট ১৫ জন কৃষকের ৪০ একর জমির পাঁকা ধান কাটা কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, ‍‍`মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনা বাংলার কৃষক সমাজকে ভালোবাসে, এদেশের কৃষক সমাজ আগামী জাতীয় নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে নির্বাচিত করবে।‍‍`

উক্ত ধান কাটা কর্মসূচিতে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ বিষয়ক সম্পাদক ডা. মজিবুর রহমান মিয়াজী, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আরমান চৌধুরী, জাতীয় কমিটির সদস্য কৃষ্ণ গোপাল পাল, কুমিল্লা মহানগর কৃষক লীগের আহ্বায়ক ও জাতীয় কমিটির সদস্য খোরশেদ আলম সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। উক্ত কর্মসূচি শেষে ফেনী জেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

আরএস
 

Link copied!