Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫,

কুমিল্লায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধি

মে ৯, ২০২৩, ০১:৩৪ পিএম


কুমিল্লায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১

কুমিল্লায় হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ফেনসিডিলসহ একজনকে গ্রেপ্তার করেছে। কুমিল্লা কোতয়ালি থানা এলাকা থেকে ৮ মে (সোমবার) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম মো. আরিফুর রহমান (৩৯)। তার কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

হাইওয়ে পুলিশ জানায়, কুমিল্লা রিজিয়নের ময়নাম‌তি ক্রসিং হাইওয়ে থানা-পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়‌কে কুমিল্লা কোতয়ালি থানা এলাকায় ৮ মে রাত পৌনে ৮টার দিকে অভিযান চালিয়ে আরিফুর রহমানকে ৪০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি ম‌ডেল থানায় মামলা হয়েছে।

এইচআর

Link copied!