Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মুন্সীগঞ্জে বিদ্যুৎস্পর্শে এক ব্যক্তির মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মে ৯, ২০২৩, ০৪:০৮ পিএম


মুন্সীগঞ্জে বিদ্যুৎস্পর্শে এক ব্যক্তির মৃত্যু

মুন্সীগঞ্জর শ্রীনগরে বিদ্যুৎস্পর্শে মো. দুলাল শেখ (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ মে) শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের বাড়ৈগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃত্যু শেখ আব্দুস সাত্তারের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. মুজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার ভোর ৫ টার দিকে তার বড় ভাই দুলাল শেখ বাড়ির পাশে একটি পুকুর থেকে পানি উত্তোলনের জন্য পাম্প ছাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।

পরে স্থানীয়রা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

এআরএস

Link copied!