Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

গোপালগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক জেলহাজতে

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ প্রতিনিধি

মে ৯, ২০২৩, ০৪:১৪ পিএম


গোপালগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক জেলহাজতে

গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের অনার্স প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ওই কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। সোমবার (৮ মে) রাতে জেলা শহরের নবীনবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গোপালগঞ্জে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাসুদ ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, রোববার (৭ মে) দুপুরে কলেজ শিক্ষক গোলাম মোস্তফা বাসায় ডেকে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় শিক্ষার্থীর মা সোমবার বিকেলে বাদি হয়ে শিক্ষক গোলাম মোস্তফাকে অভিযুক্ত করে সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভিকটিম শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হবে।

এআরএস

 

Link copied!