Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

পাটবীজ উৎপাদনে প্রশিক্ষণ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মে ৯, ২০২৩, ০৪:২১ পিএম


পাটবীজ উৎপাদনে প্রশিক্ষণ

টাঙ্গাইলের সখীপুরে পাট অধিদপ্তরের আয়োজনে ‍‍`উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন ও সম্প্রসারণ প্রকল্পে‍‍`র আওতায় নাবী পাটবীজ উৎপাদনকারী চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।   

মঙ্গলবার (৯ মে)  উপজেলার বিআরডিপি হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল। 

এছাড়াও বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ইসমত আরা খাতুন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা ওয়াহেদুজ্জামান খান ফরিদ, বিএডিসির সহকারী পরিচালক মাহমুদুল হাসান মোর্শেদ, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা সোলায়মান সোহেল প্রমুখ। 

এ সময় উপজেলার ৫০ জন পাটচাষী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

এইচআর

Link copied!