Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ট্রাক নিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

মে ৯, ২০২৩, ০৮:১০ পিএম


ট্রাক নিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

ময়মনসিংহের ভালুকায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসস্ত্র ও একটি ট্রাক (ঢাকা মেট্রো ট, ১৫-৯৩৬৫) জব্দ করা হয়। সোমবার দিবাগত রাতে উপজেলার বাঁশিল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 মঙ্গলবার (৯ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ভালুকা মডেল থানা পুলিশ।

আটককৃতরা হলেন- চাঁদপুর জেলার ইব্রাহিমপুর গ্রামের কাদের আলীর ছেলে রাসেল গাজী (২৬), ময়মনসিংহের ফুলপুরের বালিয়া গ্রামের মোস্তফার ছেলে মো. হানিফ (২৯) এবং ভালুকার পুরুড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মোশাররফ (৩০)। 

ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, জেলা পুলিশ সুপার ও গফরগাঁও সার্কেল অফিসারের নির্দেশে নিয়মিত টহল চলাকালীন সময় উপজেলার বাঁশিল গ্রাম হতে তাদের আটক করা হয়। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এআরএস

 

Link copied!