Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নারীর গৃহকাজে সহযোগিতায় সেমিনার অনুষ্ঠিত

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

মে ১০, ২০২৩, ০৬:১২ পিএম


নারীর গৃহকাজে সহযোগিতায় সেমিনার অনুষ্ঠিত

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় নারীর গৃহস্থালি কাজের স্বীকৃতি ও গৃহকাজে সহযোগিতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০মে ) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা সেমিনার হলরুমে মাটিরাঙ্গা উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে নারীর গৃহস্থালি কাজের স্বীকৃতি ও গৃহকাজে সহযোগিতা শীর্ষক সেমিনারে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ভারপ্রাপ্ত মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।

মাটিরাঙ্গা উপজেলা সমাজসেবা অফিসার আফজাল হোসেন টিপুর সঞ্চালনায় ও মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি নুসরাত ফাতেমা চৌধুরী, খাগড়াছড়ি জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি উপ পরিচালক রোকেয়া আক্তার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বড়নাল ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াস, মাটিরাঙ্গা উপজেলা সমবায় কর্মকর্তা মো. আমান উল্ল্যাহ খান, মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার মো. আশরাফুল আলম, মাটিরাঙ্গা উপজেলা সহকারি প্রোগ্রামার রাজীব রায় চৌধুরী, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল প্রমুখ।

অন্যান্যের মাঝে মাটিরাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা,  আমতলী ইউপি চেয়ারম্যান মো. আব্দুল গনি, মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক, মাটিরাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির পাটোয়ারি, মাটিরাঙ্গা সোনালী ব্যাংকের ব্যবস্থাপক আলোরন চাকমা, সাবেক তাইন্দং ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, উপস্থিত ছিলেন।

এআরএস

 

Link copied!