Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শ্রীপুরে বজ্রপাতে ৩ শ্রমিক নিহত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মে ১০, ২০২৩, ০৬:৪৩ পিএম


শ্রীপুরে বজ্রপাতে ৩ শ্রমিক নিহত

মাগুরার শ্রীপুরে আখখেতে আগাছা পরিষ্কার করতে গিয়ে বজ্রপাতে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১০ মে) বিকাল সাড়ে চারটার সময় উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চর চৌগাছি গ্রামে এ ঘটনা ঘটে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) লিটন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, উপজেলার চরচৌগাছার সাইক আলীর ছেলে শাহাদাত হোসেন(৬৫) এবং একই এলাকার মিজান(৬৭) ও রাজবাড়ি জেলার দেলুয়া গ্রামের আসমত আলীর ছেলে মোহাম্মাদ আলী বিশ্বাস।

বুধবার বিকাল সাড়ে চারটার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে তিন শ্রমিক চর চৌগাছি গ্রামের একটি আখখেতে আগাছা পরিষ্কার করছিলেন। বিকেল সাড়ে ৪ টার দিকে বজ্রপাতে শাহাদাৎ হোসেন ঘটনাস্থলেই মারা যান। আর মিজান ও মোহাম্মদ আলীকে  স্থানীয় দারিয়াপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে নিয়ে যাওয়ার পর তাদের মৃত্যু হয়।

নিহতের সুরতহাল শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন পুলিশ।

আরএস
 

Link copied!