Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বালিয়াকান্দিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

মে ১০, ২০২৩, ০৭:০৫ পিএম


বালিয়াকান্দিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্য হয়েছে।

নিহত ব্যক্তি হলেন বালিয়াকান্দি উপজেলার বিলপাকুরিয়া এলাকার সামাদ জোর্য়াদ্দারের ছেলে ইমদাদুল হক (৩৫)। তিনি পেশায় কৃষক ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ( ১০ মে ) বিকেল সাড়ে চারটার সময় বালিয়াকান্দিতে ঝড়ো বাতাস, বৃষ্টি ও বজ্রপাত হয়। এ সময় বালিয়াকান্দি উপজেলার বিলপাকুরিয়া এলাকার সামাদ জোর্য়াদ্দারের ছেলে ইমদাদুল হক বাড়ির পাশে রাস্তার উপর দাড়িয়ে ছিল। ঐ সময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্র্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 

আরএস

Link copied!