Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

১৫শ পিস ইয়াবাসহ আ.লীগ নেতা আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও প্রতিনিধি

মে ১০, ২০২৩, ০৭:১৫ পিএম


১৫শ পিস ইয়াবাসহ আ.লীগ নেতা আটক

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা ১৫শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আল মনসুর নামের এক উপজেলা আওয়ামী লীগ নেতাকে আটক করেছেন জেলা মাকদদ্রব্য অধিদপ্তর।

মঙ্গলবার (৯ মে) বিকেলে উপজেলার ভানোর কাকটালি বাজারের আল-মনসুরের সারের দোকান থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ।

গ্রেপ্তারকৃত আলমনসুর বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও কলেজপাড়া এলাকার সফিউল ইসলামের ছেলে। তিনি বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে আছেন।

জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ বলেন, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী উপজেলার কাকটালি বাজারে আল-মনসুরের সারের দোকানে অভিযান চালানো হয়। এসময় তার দোকানে তল্লাশি করে ১৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী বলেন, বিষয়টি আমি শুনি নাই। তবে ঘটনা সত্য হলে আমরা সাংগঠনিকভাবে এটার ব্যবস্থা নেব। 

এইচআর

Link copied!