Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

৭০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

মে ১১, ২০২৩, ০৩:৫৮ পিএম


৭০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে মাদক বিরোধী অভিযানে মোজাহিদ আহমদ শাহীন (৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে ৭শত পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে৷

বুধবার (১০ মে) বিকেল সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসানের নেতৃত্বে উপ-পরিদর্শক রতন চন্দ্র গোস্বামী ও হিরন্ময় শর্মাসহ একটি রেইডিং দলের সদস্যরা উপজেলার সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজারের অভিযান চালিয়ে তাকে আটক করেন৷

গ্রেপ্তারকৃত মোজাহিদ আহমদ শাহীন সদর ইউনিয়নের ছোট আলীপুর গ্রামের সাজন মিয়ার ছেলে।

এসময় শাহীনের শরীর তল্লাশী করে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। রাতে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান বাদী হয়ে মোজাহিদ আহমদ শাহীন (৩৯)কে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নবীগঞ্জ মামলা দায়ের করেন। পরে শাহীনকে থানায় হস্তান্তর করা হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এইচআর

Link copied!