Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ভালুকায় গাঁজাচাষী আটক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

মে ১১, ২০২৩, ০৬:৪২ পিএম


ভালুকায় গাঁজাচাষী আটক

ময়মনসিংহের ভালুকায় ২৫টি গাঁজাগাছসহ এক গাঁজাচাষীকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। 

জানা যায়, উপজেলার পাঁচগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর ছেলে তোতা মিয়া (৪০) বসত ভিটায় বাড়ীর আঙিনায় লাউ গাছের আড়ালে অভিনব কায়দায় গাঁজার চাষ করতেন। 

গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেনের দিকনির্দেশনায় এস.আই আবুল কালাম আজাদের নেতৃত্বে এসআই নজরুল ইসলাম, এসআই গোলাম মাওলা, এসআই আশরাফ, এসআই নূর-কাশেম অভিযান চালিয়ে বুধবার (১০ মে) বিকালে তাকে আটক করেন। 

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, গাঁজাগাছসহ আটক তোতা মিয়ার বিরুদ্ধে মাদক দ্রব্য নিরোধ আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

এইচআর
 

Link copied!