Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪,

হৃদরোগে আক্রান্ত ছাত্রের পরীক্ষাকেন্দ্রেই মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মে ১১, ২০২৩, ০৭:০৫ পিএম


হৃদরোগে আক্রান্ত ছাত্রের পরীক্ষাকেন্দ্রেই মৃত্যু

মুন্সীগঞ্জে এসএসসি পরীক্ষা চলাকালে পঞ্চসার দারুসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদরাসা পরীক্ষাকেন্দ্রে মাহামুদুল হাসান নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১১ মে) সকাল ১০টার দিকে সদর উপজেলায় এ ঘটনা ঘটে। 

মৃত মাহমুদুল ওই মাদরাসার শিক্ষার্থী ছিলেন। সে পাশের টঙ্গীবাড়ি উপজেলার আপরকাটি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

জানা গেছে, সকালে সোয়া ৯টার দিকে মাহামুদুল বাবার সঙ্গে পরীক্ষা দিতে কেন্দ্রে আসেন। পরে তার বাবা আনোয়ার ছেলেকে রেখে বাড়ি ফিরে যান। কেন্দ্রে প্রবেশের কিছুক্ষণ পরে অচেতন হয়ে পড়েন মাহামুদুল। 

অসুস্থতার কথা জানতে পেরে মাদরাসার শিক্ষকরা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে মাহামুদুল হৃদরোগ আক্রান্ত ছিল।

পঞ্চসার দারুসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক আবুল বাসার বলেন, মাহমুদুল সকাল সাড়ে ৯টায় দাখিল পরীক্ষা দিতে কেন্দ্রে প্রবেশ করে। হঠাৎ কিছ পরীক্ষার্থী এসে আমাকে জানায় এক ছাত্র অসুস্থ হয়ে পড়েছে। আমরা মাথায় পানি দিয়ে পালস দেখে ভালো মনে না হওয়ায় দ্রুত হাসপাতালে নিয়ে যাই। তখন চিকিৎসক জানায় সে মারা গেছে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এসএম ফেরদৌস বলেন, মৃত অবস্থায় ওই পরীক্ষার্থীকে হাসপাতালে আনা হয়েছিল। সে হৃদরোগে আক্রান্ত ছিল।

এইচআর
 

Link copied!