Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী প্রতিনিধি

মে ১২, ২০২৩, ০৭:৩৫ পিএম


পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের শারমিন (৬), রুমান (৮) ও মরিয়ম (৮) নামে তিন ভাইবোনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ মে) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের জিয়া কলোনি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত শারমিন ও রুমান ওই এলাকার সোহেল ফকিরের সন্তান। আর মরিময় সোহেলের ছোট ভাই রুবেলের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই তিন শিশু পরিবারের অগোচরে তাদের বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর পাড়ে খেলতে গিয়ে ডুবে মারা যায়। প্রথমে স্থানীয়রা ওই পুকুরে শারমিনের ভাসমান লাশ দেখতে পায়। পরে অপর দুই শিশুকে অনেক খোঁজাখুঁজির পর ওই পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

সোহেল ফকির কান্নাজড়িত কন্ঠে বলেন, আমি অটো চালিয়ে জীবিকা নির্বাহ করি। সকালে আমার দুই সন্তানকে খেলা করতে দেখে এসেছি। আমার ভাইয়ের মেয়েও আমার সন্তানদের সঙ্গে খেলা করছিলো। এখন আমরা তিন সন্তানকে হারিয়ে আর কষ্ট সহ্য করতে পারছি না। সন্তানদের ছাড়া কিভাবে আমরা কিভাবে দিন কাটাবো।  

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরএস

Link copied!