Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ঘূর্ণিঝড় মোখা: দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

মে ১৩, ২০২৩, ১২:৫৮ পিএম


ঘূর্ণিঝড় মোখা: দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় মোখার কারণে দুর্ঘটনা এড়াতে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

শনিবার (১৩ মে) সকাল থেকে এ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিটিএ কর্তৃপক্ষ। লঞ্চ বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতদিয়া লঞ্চ ঘাটের ম্যানেজার নূরুল আনোয়ার মিলন।

তিনি জানান, ঘূর্ণিঝড় মোখার কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী দুর্ঘটনা এড়াতে শনিবার সকাল থেকেই দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাবাভাবিক না হলে বা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে এখনো ফেরি চলাচল স্বাভাবিক আছে । এ রুটে ১৮ টি ফেরি চলাচল করছে। প্রয়োজন অনুযায়ী ফেরি চালানো হচ্ছে।
 

Link copied!