Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কেরানীগঞ্জে চেয়ারম্যান পুত্রের ছুরিকাঘাতে মৃত্যুশয্যায় ড্রাইভার

কেরানীগঞ্জ প্রতিনিধি

কেরানীগঞ্জ প্রতিনিধি

মে ১৩, ২০২৩, ০৫:১৩ পিএম


কেরানীগঞ্জে চেয়ারম্যান পুত্রের ছুরিকাঘাতে মৃত্যুশয্যায় ড্রাইভার

রাজধানীর কেরানীগঞ্জে স্বামী-স্ত্রীর কলহের জেরে চেয়ারম্যান পুত্রের ছুরিকাঘাতে মৃত্যুশয্যায় চেয়ারম্যানের ব্যক্তিগত ড্রাইভার মো. মাখন মিয়া(৪০)। মাখন হযরতপুর ইউনিয়নের ইটা ভাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় হযরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন আয়নালের পুত্র আখতারুজ্জামান অপু তুচ্ছ ঘটনায় মাখনকে উপর্যুপরি ছুরিকাঘাত করলে সে মারাত্মকভাবে আহত হয়। 

পরে স্থানীয়রা তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এদিকে চেয়ারম্যান পুত্রের এমন নির্মমতায় হতবাক আহতের পরিবারসহ স্থানীয়রা।

আহত মাখনের স্ত্রী লিপি আক্তার জানান, তার স্বামী দীর্ঘদিন যাবৎ হযরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন আনোয়ার হোসেন আয়নালের ব্যাক্তিগত ড্রাইভার হিসেবে কাজ করছেন। 

ঘটনার দিন আয়নাল চেয়ারম্যান তার পুত্র বধূকে মায়ের বাড়ি দিয়ে আসতে বললে তার স্বামী তাকে মায়ের বাড়ি দিয়ে আসেন। 

পরে সে চেয়ারম্যানের বাড়ি গেলে তার বড় ছেলে অপু জানতে চায় কেন তার স্ত্রীকে তার অনুমতি ছাড়া শশুড় বাড়িতে দিয়ে আসলো?  

সে (মাখন)চেয়ারম্যান এর আদেশ পালন করেছে বলা মাত্রই তার হাতে থাকা চাকু দিয়ে মাখনকে উপর্যুপরি আঘাত করে। এতে তার পেটে ও হাতে মারাত্মক জখম হয়। স্বামীর উপর চেয়ারম্যান পুত্রের এ বর্বরোচিত হামলার বিচার চান তিনি।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানিয়েছে চেয়ারম্যান পুত্রের নানা অপকর্মের সাক্ষী এ ড্রাইভার। নিজের অপকর্মে যাতে জনসম্মুখে না আসে তাই ড্রাইভারকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করেছে নেশাগ্রস্ত অপু। তবে চেয়ারম্যানের ক্ষমতায় মুখ খুলছেনা এলাকাবাসী।

পুত্রের অপকর্মের কথা জানতে চেয়ারম্যানকে বারবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। একপর্যা সে মোবাইল বন্ধ করে দেয়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন অর রশিদ জানান, ঘটনাটি আমি শুনেছি এবং এবিষয়ে একাধিক ভিডিও ফুটেজ পেয়েছি। এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এইচআর
 

Link copied!