মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
মে ১৩, ২০২৩, ০৬:০২ পিএম
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
মে ১৩, ২০২৩, ০৬:০২ পিএম
মহেশপুর খাদ্য গুদামে চলতি ইরি-বোরো মৌসুমে ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে খাদ্য গুদাম চত্ত্বরে ধান- চাল ও গম সংগ্রহের উদ্বোধন করা হয়।
এবছর চাল সংগ্রহের লক্ষ্যমাত্র ৭৯৩ মে.টন, মূল্য ৪৪ টাকা, ধান ১৯৬৬ মে,টন মূল্য ৩০ টাকা ও গম ২৭২ মে.টন মূল্য ৩৫ টাকা ধরা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি শফিকুল আজম খান চঞ্চল।
বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আব্দুর রশিদ খান, কৃষি কর্মকর্তা সুলতানা ইয়াসমিন। অনুষ্ঠান পরিচালনা করেন খাদ্য কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল।
আরএস