Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মহেশপুরে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দেওয়ায় তীব্র নিন্দা

মো. মাসুম বিল্লাহ

মে ১৩, ২০২৩, ০৬:৪৩ পিএম


মহেশপুরে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দেওয়ায় তীব্র নিন্দা

মহেশপুরে অবৈধ বালি উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের প্রাণ নাশের হুমকির প্রতিবাদে জরুরী সভায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মহেশপুর প্রেসক্লারে কর্মরত সাংবাদিকরা। 

শনিবার (১৩ মে) সকালে প্রেসক্লাব কার্যালয়ে এক সভায় এ প্রতিবাদ জানান তারা। এর আগে ১০ মে দেশের বিভিন্ন গণমাধ্যমে অবৈধ বালি উত্তোলন কারীরা বেপরোয়া আক্ষা দিয়ে সংবাদ প্রকাশ করলে সিন্ডিকেট নেতা হারুন সাংবাদিকদের মোবাইল ফোনে প্রাণ নাশের হুমকি দেন। 

সভায় সাংবাদিকরা বলেন, সাংবাদিকদের প্রাণ নাশের হুমকি দিয়ে থামানো যাবে না। দুর্নীতিবাজদের চেয়েও সাংবাদিকের কলমের কালি অধিক শক্তিশালী। যেখানে দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদ লুন্ঠন হবে যেখানে সাংবাদিকের কলম চলবে। 

অনতিবিলম্বে বালি সিন্ডিকেটের নেতা ও সাবেক ছাত্রনেতা হারুনের সাংবাদিকের প্রাণ নাশের হুমকি প্রত্যাহার করতে হবে। অন্যথায় সাংবাদিক এই দুর্নীতিবাজ বালি ব্যবসায়ীর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।  

এসময় বক্তব্য রাখেন মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক শেখ এনামুল হক দুলু, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক রাজন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক বাবর আলী, শামীম খান জনি, আলমগীর হোসেন, নাজমুল হোসেন, তরিকুল ইসলাম, হোসাইন আহম্মেদ, আতিউর রহমান প্রমুখ।

আরএস

Link copied!