Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মহম্মদপুরে বিশ্ব মা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মে ১৪, ২০২৩, ০২:৫৯ পিএম


মহম্মদপুরে বিশ্ব মা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মাগুরার মহম্মদপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর  আয়োজনে রবিবার  সকালে বিশ্ব ‍‍`মা‍‍` দিবস 
পালিত হয়েছে। শেখ হাসিনার  বারতা নারী পুরুষ সমতা  এ প্রতিপাদ্য নিয়ে রবিবার সকালে  উপজেলা পরিষদ থেকে   একটি  র‌্যালি বের হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল  এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন     সহকারী কমিশনার ( ভূমি বাসুদেব কুমার মালো।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা  মোছা. তাহমিনা আফরোজ। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মকছেদুল মোমিন, মহম্মদপুর  থানার ইন্সপেক্টর তদন্ত মো. মুজিবর রহমান,  উপজেলা  মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা  আব্দুল হাই মিয়া,  প্রধান শিক্ষক সৈয়দা  শিউলী ফারুক, নারী নেত্রী শারমিন আক্তার রুপালী  প্রমূখ।  

এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ  ও নানা শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরএস
 

Link copied!