Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

রাণীশংকৈলে বিশ্ব মা দিবস পালিত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

মে ১৪, ২০২৩, ০৬:৩১ পিএম


রাণীশংকৈলে বিশ্ব মা দিবস পালিত

সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিশ্ব মা দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়। রোববার (১৪ মে) সকাল ১১টায় একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক পরদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। 

র‍্যালি শেষে উপজেলা হলরুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজীত সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ এমপি। 

বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম। এছাড়াও উপজেলা মহিলা বিষয়ক বিষয়ক কর্মকর্তা আবু বেলাল ছিদ্দীক, উপজেলা আ‍‍`লীগ মহিলা সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সহ অন্যান্য অফিসের কর্মকর্তা, কর্মচারী,স্কুলের শিক্ষাথী,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 
আলোচনা শেষে বিভিন্ন কেটাগরিতে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কাউটের জেলা সভাপতি ফয়জুল  ইসলাম।

আরএস


 

Link copied!