Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

মে ১৪, ২০২৩, ০৭:১৫ পিএম


মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় মোসা. যুথি আক্তার (১৪) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর ১২ টার দিকে উপজেলার মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রামে নিজেদের বাড়ী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সে ওই গ্রামের মো.হান্নান মিয়ার মেয়ে। জুথি বিপিনপুর মহিলা দাখিল মাদ্রসার নবম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

মহিপুর থানার ওসি খন্দকার মো.আবুল খায়ের জানান, তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে তিনি জানান।

এআরএস

Link copied!