Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

রাজারহাটে কৃষকের ধান-চাল ক্রয়ের উদ্বোধন

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

মে ১৫, ২০২৩, ০৯:০৮ পিএম


রাজারহাটে কৃষকের ধান-চাল ক্রয়ের উদ্বোধন

কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে অভ্যন্তরীণ কৃষকের নিকট হতে বোরো
মওসুমের ধান-চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি।

চলতি রোরো মৌসুমে রাজারহাটে সরাসরি কৃষকদের নিকট থেকে ৩০ টাকা কেজি দরে ১০৬৮ মেট্রিক টন ধান ও ৪৪ টাকা কেজি দরে ১৯৮৬ মেট্রিক টন চাল সংগ্রহ করবে উপজেলা খাদ্য গুদাম।রাজারহাট উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে রাজারহাট উপজেলা খাদ্য গুদাম চত্বরে সোমবার

সকাল সাড়ে ১১ ঘটিকায় সরকারিভাবে ধান-চাল ক্রয় অনুষ্ঠানে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম সভাপতিত্বে উপজেলা খাদ্য পরিদর্শক শরীফ আহমেদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ মাহফুজার রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা জাতীয় পার্টি সদস্য সচিব আব্দুল ওয়াহেদ সরকার, জেলা পরিষদের সদস্য মো. এনামুল হক, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এসএ বাবলু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উমর মজিদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার আব্দুল হাকিম প্রমুখ।#

আরএস

Link copied!