Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

পাঁচবিবিতে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

মে ১৬, ২০২৩, ০৪:২৮ পিএম


পাঁচবিবিতে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

জয়পুরহাটের পাঁচবিবিতে ৯৮ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-৫ ক্যাম্পের সদস্যরা। 

সোমবার গভীর রাতে উপজেলার বাগজানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলো উপজেলার বরণ ছ্যালোবেলো গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ওয়াসিম মন্ডল (২৭) ও একই গ্রামের পুকুরপার এলাকার জাকের মন্ডলের ছেলে রমজানুল ইসলাম(২৫)। 

মঙ্গলবার সকালে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযান ও আটকের বিষয়টি জানানো হয়েছে।
র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, ঐ এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক কেনা বেচা করছে এমন গোপন সংবাদের অভিযান চালিয়ে র‌্যাব সদস্য সেখানে অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে আটক করা হয়। 

তারা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত বলে র‌্যাবের নিকট স্বীকার করেছে। 

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক জানান, মাদক মামলায় আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।

এইচআর
 

Link copied!