রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
মে ১৬, ২০২৩, ০৫:৫৩ পিএম
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
মে ১৬, ২০২৩, ০৫:৫৩ পিএম
মানুষের পাশে দাড়ান। সকল সেবা প্রত্যাশীদের আপন ভাবুন। জনকল্যাণে কাজ করুন। এদেশ আমার, আপনার, সকলের। আমার চেয়ার জনগণের সেবার জন্য।
প্রধানমন্ত্রী ঘোষিত ২৫ দফা বাস্তবায়নে সকল দপ্তরের সাথে জনগণের সম্পৃক্ততা জোরদার করে সেবা নিশ্চিত করতে হবে।
সেবার মান উন্নয়নে কাজ করতে হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডগুলো সঠিকভাবে ও সঠিক সময়ে বাস্তবায়ন করতে হবে।
এজন্য সাংবাদিকরাও সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা আছে কি না সেটিও দেখবেন, প্রশাসনের কর্মকর্তাদের সহযোগিতা করবেন।
মঙ্গলবার বেলা ২ টায় রামপাল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিভাগীয় কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাটের জেলা প্রশাসক মো. আজিজুর রহমান এসব কথা বলেন।
তিনি আরো বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার ঘোষিত ভিশন এবং এসডিজি অর্জনে কাজ করতে হবে। স্ব স্ব দপ্তরের কর্মকর্তাগণ দায়িত্ব পালনে সচেতন হবেন।
শিক্ষা, স্বাস্থ্য, বাল্য বিয়ে, ইভটিজিং, মাদক উগ্রবাদ নির্মূলে কাজ করতে হবে। স্বনির্ভর বাংলাদেশ গড়তে হবে।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, কৃষি কর্মকর্তা কৃষ্ণা রাণী মন্ডল, মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস, এলজিইডি প্রকৌশলী কর্মকর্তা গোলজার হোসেন, ওসি এস, এম আশরাফুল আলম, পিআইও মো. মতিউর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো মতিউর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সি. সহসভাপতি মোতাহার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার প্রমুখ।
এইচআর