Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

উলিপুরে চিলমারী-রৌমারী সেতু নির্মাণ প্রকল্প বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

মে ১৬, ২০২৩, ০৭:৫৬ পিএম


উলিপুরে চিলমারী-রৌমারী সেতু নির্মাণ প্রকল্প বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম উলিপুরে ব্রহ্মপুত্র নদের উপর চিলমারী-রৌমারী সেতু নির্মাণ প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরূপণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৬মে) সকাল দশটায় উলিপুর উপজেলাধীন ধামশ্রেনী ইউনিয়নের সোবাহান বাজারে ডেভেলপমেন্ট সলিউশন কনসালটেন্ট লিমিটেড এর আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কুড়িগ্রাম জেলায় ব্রহ্মপুত্র নদের উপর চিলমারী-রৌমারী সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই প্রকল্পের আওতায় প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরূপণ বিষয়ক সভা  অনুষ্ঠিত হয়। 

ধামশ্রেনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,ইনভায়রনমেন্টাল এক্সপার্ট তাজুল ইসলাম চৌধুরী, ইকোলজিক্যাল এক্সপার্ট বশির আহমেদ,স্থানীয় জনসাধারণের মধ্যে নুর ইসলাম ক্বারী, সোবাহান বাজারের সভাপতি মিজানুর রহমান প্রমুখ। এ মতবিনিময় সভায় শিক্ষক,সাংবাদিকসহ স্থানীয় জনসাধারন উপস্থিত ছিলেন।

আরএস

Link copied!