Amar Sangbad
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪,

প্রধানমন্ত্রীর ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

বরগুনা প্রতিনিধি

বরগুনা প্রতিনিধি

মে ১৭, ২০২৩, ০৬:৪৫ পিএম


প্রধানমন্ত্রীর ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

বুধবার সাড়ে দশটায় বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় প্রধানমন্ত্রীর ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার  আজ ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরে আসেন তিনি।

স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আমতলী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে বুধবার সাড়ে দশটায় জাতীয় ও দলীয় পতাকা উত্তলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন,বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা,  দোয়া মাহফিলের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

এসব কর্মসূচিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাক প্রভাষক জিএম ওসমানী হাসান, উপজেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বাহাদুর শাহ, মোয়াজ্জেম হোসেন খান, আমতলী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া আফরোজ মনি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম মুসা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদ দেওয়ান, উপজেলা ছাত্রলীগেরর (ভারপ্রাপ্ত) সভাপতি মতিন খান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সবুজ, ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম প্রমূখ।

এসময় দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরএস

Link copied!