Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

কলাপাড়ায় গাছ বোঝাই গাড়ির সঙ্গে অটোরিকশার ধাক্কায় যুবকের মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

মে ১৭, ২০২৩, ০৮:৪৫ পিএম


কলাপাড়ায় গাছ বোঝাই গাড়ির সঙ্গে অটোরিকশার ধাক্কায় যুবকের মৃত্যু

শ্বশুর বাড়িতে যাওয়ার পথে পটুয়াখালীর কলাপাড়ায় গাছ বোঝাই একাটি গাড়ির সঙ্গে অটোরিকশার ধাক্কা লেগে বাবলু (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয় চিন্ময় নামের এক স্কুল শিক্ষক। 

মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে  কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত বাবলু ঝালকাঠি জেলার রাজাপুর থানার চারাখালি গ্রামের মৃত আছমত আলীর ছেলে। সে অটোরিকশা যোগে তার শ্বশুর বাড়ি উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর গ্রামে যাচ্ছিলেন বলে জানা গেছে।

কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত ব্যক্তির পরিবার অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরএস
 

Link copied!