Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

এসএসসি পরীক্ষার্থীকে কোপানোর ঘটনায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মে ১৭, ২০২৩, ০৮:৪৮ পিএম


এসএসসি পরীক্ষার্থীকে কোপানোর ঘটনায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে এসএসসি পরীক্ষার্থীকে কুপানোর ঘটনার পর কিশোর গ্যায়ের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ঘটনার  রাতেই তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার মীর দেওহাটা গ্রামের তমিজ উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম বাবু (২৪), একই গ্রামের মালেক মিয়ার ছেলে রাসেল মিয়া (২৪) বলে জানা যায়।

জানা যায়, মঙ্গলবার দুপুরে কুমারজানি পূর্বপাড়া গ্রামের শওকত সিকদারের ছেলে এসএসসি পরীক্ষার্থী আশরাফুল সিকদার শিমুলের উপর হামলা চালায় কিশোর গ্যাংয়ের কয়েক সদস্য। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা করা হয়। পরে তার বাবা বাদী হয়ে মির্জাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপর রাতেই দুই আসামীকে গ্রেপ্তার করা হয়। 
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, বুধবার ১৪ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এস.আই শাহজাহান এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা হিসেবে কাজ করছেন। আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে তাদের কোর্টে প্রেরণ করা হয়েছে।

আরএস

Link copied!