Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ফেনীতে ৮৯টি মোবাইলসহ চোরাকারবারি গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

মে ১৮, ২০২৩, ০৮:৩৫ পিএম


ফেনীতে ৮৯টি মোবাইলসহ চোরাকারবারি গ্রেপ্তার

ফেনীতে ৮৯টি মোবাইল সেটসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ মে) জেলার সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের ডাক বাংলা কাজরহাট রোডে হাজী সামছুল হক জামে মসজিদের উত্তর পার্শ্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে  বিটিআরসির অনুমোদনবিহীন ভারত হইতে সরকারী শুল্ক (কর) ফাঁকি দিয়া চোরাচালানের মাধ্যমে বিক্রয়ের জন্য বাংলাদেশে আনা ১৮টি Redmi Note 12, ১৭টি Redmi 10, ০৪টি Redmi Note 11,  ১৮টি SAMSUNG Galaxy F13,১৩টি SAMSUNG Galaxy M13,০২টি Realme narzo50, ০২টি POCO C51,১৫টি SAMSUNG Galaxy M04 সহমোট ৮৯টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত নুরুজ্জামান রিয়াদ(২৩),একই উপজেলার বগাদানা ইউপির আড়কাইম গ্রামের নুর আলমের ছেলে।  

সোনাগাজী মডেল থানার ওসি মো. খালেদ হোসেন বিষয়টি  নিশ্চিত করেছেন।

আরএস
 

Link copied!