Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

উলিপুরে অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

মে ১৯, ২০২৩, ০৬:২২ পিএম


উলিপুরে অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

কুড়িগ্রামের উলিপুরে অভ্যন্তরীন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) বিকালে খাদ্য গুদাম চত্বরে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম.এ মতিন। 

উপজেলা খাদ্য অফিস সূত্র জানায়, ৩০ টাকা কেজি দরে ১হাজার ৯শ ৬০ মেঃ টন ধান ও ৪৪ টাকা কেজি দরে ১ হাজার ৪শ ৮১ মেঃ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এ কার্যক্রম আগামী ৩১ আগষ্ট পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার কৃষক আব্দুর রহমানের ১ মেঃ টন ধান ক্রয় করা হয়। 

ধান ও চাল সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন  রাংসা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিজবাহুল হক, খাদ্য গুদাম কর্মকর্তা শফিকুল ইসলাম, তবকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম রাজা প্রমুখ।

আরএস

Link copied!