Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বাকেরগঞ্জে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

মে ১৯, ২০২৩, ০৬:২৪ পিএম


বাকেরগঞ্জে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বরিশালের বাকেরগঞ্জে থানা পুলিশের সাঁড়াশি অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে।

বৃহস্পতিবার রাতে বিভিন্ন সময় অভিযান চালিয়ে পুলিশ ৪ মাদক ব্যবসায়ীকে ১ কেজি ৪ শত ৪৫ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেন।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমানের নির্দেশে পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। সরকারি বাকেরগঞ্জ কলেজ গেট থেকে এস আই মুস্তাফিজ মাদক ব্যবসায়ী মেহেদী হাসান রাব্বিকে ৯০০ গ্রাম গাজাঁসহ, এস আই হেলাল বাসস্ট্যান্ড থেকে সাদ্দাম হোসেন খানকে ২০ গ্রাম গাঁজাসহ এবং এস আই সুশান্ত ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠী গ্রাম থেকে লাভলী বেগমকে ৫০০ গ্রাম ও মোঃ সাইফুল সিকদারকে ২৫ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেন।

থানা অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান জানান, ৪জন মাদক ব্যবসায়ীকে আটকের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। থানা পুলিশের মাদক বিরোধী এ সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরএস

Link copied!