Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

কুড়িগ্রামে ১ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

মে ১৯, ২০২৩, ০৬:৩০ পিএম


কুড়িগ্রামে ১ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নে ১ হাজার ইয়াবাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৯মে) পুলিশ জানায়,গতকাল ১৮মে সন্ধ্যায় উলিপুর থানার নামাজের চর তদন্ত কেন্দ্রের পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে সাহেবের আলগা ইউনিয়নে ৫ নং ওয়ার্ডের গেন্দার আলগা গ্রামস্থ ব্রহ্মপূত্র নদের পশ্চিম তীরের দই খাওয়ার চর এলাকা থেকে ১ হাজার ইয়াবাসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে ।

গ্রেপ্তারকৃতরা হলেন-উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গেন্দার আলগা গ্রামস্থ ব্রহ্মপূত্র নদের পশ্চিম তীরের দই খাওয়ার চর গ্রামের মাদক কারবারি  মোঃ হাবিবুর রহামন(২৭) মোঃ মহসিন মিয়া(২৩), ও রৌমারী থানাধীন কাজাইকাটা গ্রামের মোঃ রিপন মিয়া(১৮) ।

এ বিষয়ে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরএস
                                                          

 

Link copied!