Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ফেনীতে ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও চশমাসহ ২ চোরাকারবারি আটক

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

মে ১৯, ২০২৩, ০৮:২২ পিএম


ফেনীতে ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও চশমাসহ ২ চোরাকারবারি আটক

ফেনীতে  ৫০৮ পিস শাড়ি,৫৮ পিস থ্রি-পিস ও ৬ হাজার ৮শত ৭২ টি চশমা সহ দুই চোরাকারবারিকে আটক র‍্যাব।

শুক্রবার (১৯মার্চ )ভোররাতে শহরের স্টেশন রোড়স্থ পোস্ট অফিসের সামনে থেকে একটি মিনি পিক-আপ সহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন জেলার  ছাগলনাইয়া  উপজেলার মধ্যম মটুয়া গ্রামের বছির আহম্মদের ছেলে মোঃ তারেক (২৫), উত্তর আধার মানিক মৃত নুরন্নবী ছেলে মোঃ বাবলু (২৭)। 

এসময় তাদের কাছ থেকে ১৩টি বস্তার ভিতর লুকিয়ে আনা এসব শাড়ি,থ্রি-পিস ও চশমা উদ্ধার এবং পিক-আপটি জব্দ করা হয়।উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ২৮ লক্ষ ১৫ হাজার টাকা।

ফেনীস্থ র্যাব- ০৭‍‍`র ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত মালামাল সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ওই দুই চোরাকারবারিকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেনী মডেল থানার ওসি  নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরএস
 

Link copied!