Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কুড়িগ্রামে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

মে ১৯, ২০২৩, ০৮:২৫ পিএম


কুড়িগ্রামে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

সারা দেশে বিএনপি জামাত জোটের সন্ত্রাশ নৈরাজ্যের প্রতিবাদে কুড়িগ্রামে জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।  শুক্রবার বিকেলে কুড়িগ্রামের শাপলা চত্ত্বরস্হ জেলা আওয়ামী লীগের দলীয় অফিসের সামনে  সমাবেশের আয়োজন করে জেলা আওয়ামী লীগ। 

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ( সাবেক এমপি) মোঃ জাফর আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মন্জু , সহ-সভাপতি শেখ বাবুল,  সাঈদ হাসান লোবান , কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম ,  যুগ্ম সম্পাদক ওবাইদুর রহমান , ফজলে নুর তানু,সাংগঠনিক সম্পাদক    আবুল কালাম আজাদ, রাসেদুজামান বাবু, মোস্তাফিজার রহমান সাজু, জেলা আওয়ামী লীগ নেতা গোলাম মওদুদ সুজন,আতাউর রহমান বিপ্লব, জেলা যুবলীগের আহ্বায়ক রুহুল আমিন দুলাল, জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ প্রমুখ । 

বক্তারা বলেন, আগামী নির্বাচন নশ্যাত করতে দেশব্যাপী বিএনপি জামাত নাশকতার চেষ্টা করছে। তাদের সকল চক্রান্ত রুখে দিতে দলীয় নেতা কর্মীদের ঐক্য বদ্ধ ভাবে রাজপথে থাকার আহ্বান জানান।

আরএস

Link copied!