Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মির্জাপুরে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ শুরু

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মে ২০, ২০২৩, ০৫:২৬ পিএম


মির্জাপুরে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ শুরু

"শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই শ্লোগান বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের মির্জাপুরে সরকারিভাবে বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ শুরু করেছে খাদ্য অধিদপ্তর।

শনিবার (২০ মে) সকাল ১১টায় পৌরসদরের মির্জাপুর খাদ্যগুদামে আনুষ্ঠানিকভাবে কৃষকদের কাছ থেকে ধান-চাল সংগ্রহ শুরু হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ। 

এ সময় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম মনির, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শ্যামল সরকার, উপজেলা গুদাম কর্মকর্তা মো. নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, পৌর আ.লীগের সভাপতি হারুন অর রশিদ খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহŸায়ক সজিব মিয়া প্রমুখ।

চলতি মৌসুমে মির্জাপুর উপজেলায় কৃষকের কাছ থেকে ৩০ টাকা কেজি দরে ১ হাজার ৮শত ১ মেট্রিক টন ধান ও ৪৪ টাকা কেজি দরে ২৯ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে জানিয়েছেন খাদ্য গুদামের উপ-পরিদর্শক মো. হাশেম আলী।

আরএস

 

Link copied!