Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

আলমডাঙ্গায় বিএনপির ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

মে ২০, ২০২৩, ০৫:৫২ পিএম


আলমডাঙ্গায় বিএনপির ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার নাশকতা মামলায়  পৌর বিএনপির সাধারণ সম্পাদকসহ সংগঠনের ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার মধ্যরাত থেকে আজ শনিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। আজ দুপুরে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।গ্রেপ্তারকৃত হলেন- পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু (৫৬), রফিকুল ইসলাম (৪২), উজ্জ্বল হোসেন (৩৫), আব্দুল আলিম (৩৬), রাজু (৩০), মোখলেস রহমান মিলন (৪৫), সাফায়েত হোসেন (৩৭), ইফতেখারুল ইসলাম (২৯), শফিকুল আজম (৩৭), জহুরুল ইসলাম (৩৬), বেনজির আহমেদ স্বপন (৪৫), নাসির উদ্দিন (৪৫), ওবায়দুর রহমান বেল্টু (৩৩), সাইফুর রহমান (৪৪), ইকতার (৪৫), দেলোয়ার হোসেন ঝন্টু (৪৩), আমিনুল ইসলাম ( ৫৭)।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ গনমাধ্যমকে জানান, তাদের বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে। গতকাল (শুক্রবার) রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

আরএস

 

Link copied!